সকাল ৮:০০ ঘটিকায়, একাডেমির ইমাম সাহেবের নেতৃত্বে আরো ৬ (ছয়) জন আলেম একত্রে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরান তেলওয়াত শুরু করেন এবং দপুর ১১:৩০ ঘটিকার মধ্যে কোরান তেলওয়াত খতম করেন।
সকাল ১০:৪৫ ঘটিকার মধ্যে সকল কর্মকর্তা কর্মচারি একাডেমির লবিতে উপস্থিত হয়ে, মহাপরিচালক (সরকারের সচিব) জনাব মোহাম্মদ আবুল কাসেমের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তপক অর্পণ করেন।
দপুর ১১:৩০ ঘটিকায় একাডেমির কর্মকর্তা কর্মচারিগণের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ৪৫ তম শহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক (সরকারের সচিব) জনাব মোহাম্মদ আবুল কাসেম এবং একাডেমির অতিরিক্ত মহাপরিচালক জনাব সামসুদ্দিন আহমেদ ভূইয়া সভাপতিত্ব করেন। কর্মকর্তা-কর্মচারিগণের পক্ষে একাধিক বক্তা বঙ্গবন্ধুর জীবন, দর্শন, দেশগঠন এবং দেশের জন্য প্রাণ দেওয়া (নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া) ইত্যাদি বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের মাধ্যামে অনুষ্ঠান সমাপ্ত হয়।