Wellcome to National Portal
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০২৪

গ্রন্থাগার

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষণ, প্রশাসন ও গবেষণা কার্যক্রমের সহায়ক শাখা হিসেবে গ্রন্থাগারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রন্থাগারে সাম্প্রতিক প্রকাশিত দেশি- বিদেশি উন্নয়নমূল বই, জার্নাল/প্রতিবেদন,গবেষণা প্রতিবেদনসহ অন্যান্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয়।

গ্রন্থাগারের উদ্দেশ্য

  • একাডেমির প্রশিক্ষণের সহায়ক বই, সাময়িকী, জার্নাল ও অন্যান্য প্রকাশনা সংগ্রহ;
  • প্রশিক্ষণার্থী ও অনুষদ সদস্যদের গ্রন্থাগার সুবিধা প্রদান;
  • গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সহায়ক বইপত্র সংগ্রহ, বিতরণ ও সংরক্ষণ।

 

কার্যাবলী

  • ক্রয়,অনুদান ও প্রকাশনা বিনিময়ের ভিত্তিতে বইপত্র সংগ্রহ;
  • সংগ্রহকৃত বইপত্র রেজিস্ট্রারভুক্তকরণ, ক্যাটালগিং এবং শ্রেণিকরণ;
  • সংগৃহীত জার্নাল,বিভিন্ন রিপোর্ট, গবেষণা প্রতিবেদন এবং বিভিন্ন কোর্স ব্রসিউর  ইত্যাদি একাডেমির নিয়ম অনুযায়ী অনুষদ সদস্য, প্রশিক্ষণার্থী আমন্ত্রিত অতিথি বক্তাদের মধ্যে ইস্যু করা;
  • বই সংগ্রহের নিমিত্তে, দাতা সংস্থসহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করা;
  • সংগ্রহীত নতুন পাঠ্য সামগ্রী সম্বদ্ধে অনুষদ সদস্যদের অবহিতকরণ;
  • প্রশিক্ষণ কোর্সের সহায়ক বিবলিওগ্রাফি তৈরি;
  • বিশেষ প্রশিক্ষণকালীন অতিরিক্ত সময়ে গ্রন্থাগার সেবা প্রদান;
  • রেফারেন্স সেবা প্রদান ইত্যাদি।

 

বই ক্রয় পদ্ধতি

-গ্রন্থাগার শাখা কর্তৃক বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ক্যাটালগ সংগ্রহ করা হয়। উক্ত ক্যাটালগ থেকে একাডেমির অনুষদ সদস্যগণ বিভিন্ন প্রশিক্ষণ, প্রশাসন ও গবেষণা কার্যক্রমের সহায়ক প্রয়োজনীয় পুস্তক নির্বাচন করেন;

  • মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচ্লক, পরিচালকবৃন্দ, প্রধান প্রশিক্ষক এবং প্রশিক্ষদের চাহিদা বিভিত্তে বই ক্রয় করা হয়।

নির্ধারিত পুস্তক ক্রয় কমিটির সদস্যদের অনুমোদন সাপেক্ষে ক্রয় করা হয়।

সংগ্রহের  উৎস: অনুদান, ক্রয় ও বিনিময়।

 

 

গ্রন্থাগার ব্যবস্থাপনা কমিটি

গ্রন্থাগার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলেন:

১। অতিরিক্ত মহাপরিচালক

২। পরিচালক (প্রশিক্ষণ)

৩। পরিচালক (প্রশাসন ও অর্থ)

৪।পরিচালক (গবেষণা ও প্রকাশনা )

৫। উপ-পরিচালক (গবেষণা ও প্রকাশনা )

৬। প্রধান প্রশিক্ষক-১

৭। প্রশিক্ষক-১

৮। গ্রন্থাগারিক

 

গ্রন্থাগারের নিয়মিত সংগৃহীত জার্নালসমূহ

  • The Bangladesh Development studies
  • বাংলাদেশ লোক প্রশাসন পত্রিকা
  • Asia Pacific Journal of  Rural Development
  • উন্নয়ন পদক্ষেপ
  • The  Bangladesh Journal of Agricultural Economics
  • সমাজ নিরীক্ষণ
  • Asian Development Review
  • ক্ষমতায়ন
  • Development Management
  • বাজেট সহজ পাঠ
  • Bangladesh Journal of Training & Development
  • The Journal of Local Govt.
  • The Journal 0f BARD
  • Development Review
  • Biiss Journal
  • Bank Parikrama
  • South Asian Journal of Management
  • South Asia Economic Journal
  • American Journal of Islamic science
  • Journal of Electronic Engineering ,Science and Technology
  • Bangladesh  Journal of Social Studies
  • Insurance Journal
  • Journal of Asiatic Society of Bangladesh
  • CIRDAP Development Digest
  • Journal of the Institute of Bangladesh Studies
  • উন্নয়ন সমীক্ষা
  • Proshikkhan
  • এনএপিডি বার্তা
  • The Cost & Management and Development
  • বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা
  • Philippines journal of Public Administration
 

 

 

সাময়ীকী

      আন্তর্জাতিক                                                ম্যাগাজিন

  • Time (weekly)                                      ১.কম্পিউটার জগৎ
  • The Economist (Weekly)                     ২. বিজ্ঞান চিন্তা
  • The Readers Digest(Monthly)

 

দৈনিক পত্রিকা
The Daily Star
Financial Express
The Independent
Daily Sun
The Asian Age
ভোরের কাগজ
আমাদের সময়
বাংলাদেশ প্রতিদিন
দৈনিক ইত্তেফাক
সংবাদ
যুগান্তর
প্রথম আলো
যায় যায় দিন
ইনকিলাব
সমকাল
মানবজমিন
দৈনিক জনকন্ঠ

 

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার

এনএপিডি সাবেক মহাপরিচালক মহোদয় জনাব মোহাম্মদ আবুল কাসেম (সরকারের সচিব) ১৭ মার্চ,২০২১ ইং তারিখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারটি উদ্বোধন করেন। এছাড়াও অতিরিক্ত মহাপরিচালক জনাব মো: শামসুদ্দিন আহমেদ ভূঁইয়া সহ এনএপিডি‌‌‌‍‍‍‍’র ফেকাল্টি মেম্বাররাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।