প্রিয় ব্যবহারকারী,
আমি আপনাদের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) এর ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) দেশের একটি অন্যতম স্বনামধন্য প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান। একাডেমির মূল লক্ষ্য হচ্ছে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখতে সক্ষম দক্ষ, সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, পরিশ্রমী, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করতে আগ্রহী ও দেশপ্রেমিক জনশক্তি গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের নিমিত্ত একাডেমি প্রতি বছর নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে। এজন্য অনুষদ সদস্যদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সারা বছরের জন্য প্রশিক্ষণ পঞ্জিকা প্রস্তুত করা হয়। এ ছাড়াও একাডেমি বছরব্যাপী গবেষণা, কর্মশালা ও সেমিনার ইত্যাদি আয়োজন করে থাকে। জার্নাল এবং বুলেটিন প্রকাশ করাও একাডেমির নিয়মিত কাজ। এসব কাজে সহায়তার জন্য প্রশাসন, হিসাব, লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, অডিওভিজ্যুয়াল সেন্টার, ডরমিটরী ও ক্যাফেটারিয়া ইত্যাদি সার্ভিস পরিচালনা করা হয়। বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে একাডেমি সারা বছর ব্যস্ত সময় অতিবাহিত করে।
আমরা আমাদের গ্রাহক ও সেবা প্রত্যাশী প্রতিষ্ঠান সমূহের কল্যানে আমাদের ভবিষ্যত রূপকল্প ও অভিলক্ষ অর্জন, নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন এবং কৌশলসমূহের বাস্তব রূপদানে আমাদের আন্তরিক অভিযাত্রায় আপনার যে কোন স্বপ্রনোদিত প্রতিক্রিয়া, পরামর্শ, সহযোগিতা ও দিক নির্দেশনা সমসময়ই স্বাগত জানাতে প্রস্তুত।
মহাপরিচালক (সরকারের সচিব)
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)