প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২১ এপ্রিল ২০২০ তারিখের এক অফিস আদেশের মাধ্যমে COVID-19 প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক ও সরকারের সচিব জনাব মোহাম্মদ আবুল কাশেমকে রাজশাহী জেলার দায়িত্ব প্রদান করা হয়। ২৩ এপ্রিল ২০২০ (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ ঘটিকায় সচিব মহোদয়ের সভাপতিত্বে রাজশাহী জেলার কয়েকজন কর্মকর্তার সাথে অনলাইনে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হয়। কনফারেন্সে রাজশাহী জেলার জেলা প্রশাসক জনাব মোঃ হামিদুল হক, পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম পিপিএম, সিভিল সার্জন ডাঃ মহাঃ এনামুল হক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরিফ উদ্দিন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোঃ আমিনুল হক উপস্থিত ছিলেন। সভায় সচিব মহোদয় রাজশাহীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং মতামত ব্যক্ত করেন। একাডেমি প্রান্তে সচিব মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রকৌঃ মোঃ আব্দুর রশিদ, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোঃ মঈনুল হাসান চৌধুরী, সহযোগী প্রশিক্ষক ও মহাপরিচালকের স্টাফ অফিসার জনাব মোহাম্মদ জিয়াউর রহমান এবং সহকারী প্রোগ্রামার জনাব মোঃ নুরুল আমিন।