জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি কর্তৃক আয়োজিত "Innovation and Service Simplification: Challenges and way forward" শীর্ষক সেমিনারে সভাপতিত্বে করছেন একাডেমির মহাপরিচালক (সরকারের সচিব) জনাব মোহাম্মদ আবুল কাসেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সামসুদ্দিন আহমেদ ভূঁইয়া। কি-নোট পেপার উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বিপিএটিসির মেম্বার ডিরেক্টিং স্টাফ জনাব শাহ মোহাম্মদ সানাউল হক এবং এটুআই এর হেড অব স্যোশাল ইনোভেশন জনাব মানিক মাহমুদ। বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন অংশগ্রহণকারী সেমিনারে সক্রিয় অংশগ্রহণ করেন।