এনএপিডিতে ২০ জুন ২০২৩ তারিখে The Implication of Block Chain Technologies in Supply Chain Management: Challenges and Way Forward শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির প্রধান অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক (সরকারের সচিব) জনাব সুকেশ কুমার সরকার। কর্মশালাটিতে সভাপতিত্ব করেন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব কে এম আলী রেজা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো সোহরাব হোসেন। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ হাসান তারিক এবং কর্মশালা আয়োজনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য প্রদান করেন কর্মশালা পরিচালক ও একাডেমির পরিচালক (প্রশাঃ ও অর্থ) প্রকৌঃ মোঃ আবদুর রশিদ। কর্মশালাটিতে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর প্রজেক্ট এনালিস্ট ও সরকারের উপসচিব জনাব মোহাম্মদ সালাহউদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি-র সহযোগী অধ্যাপক জনাব মোঃ আব্দুর সাত্তার। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার কর্মকর্তাগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষকগণ অংশগ্রহণ করেন।