জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) কর্তৃক আয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের দুইমাস মেয়াদি বিশেষ বুনিয়াদি কোর্সের ১১৫তম এবং ১১৬তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান ০৬.০৮.২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক (সরকারের সচিব) জনাব সুকেশ কুমার সরকার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) ও ১১৫তম ব্যাচের কোর্স পরিচালক জনাব মোঃ হাসান তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: মোঃ সামিউল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১১৬তম ব্যাচের কোর্স পরিচালক ও একাডেমির প্রধান প্রশিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।